ব্রেকিং নিউজ

x


করোনায় আক্রান্ত ডাক্তার-নার্সদের জন্য শেখ রাসেল হাসপাতাল

সোমবার, ২২ জুন ২০২০ | ৬:৪৪ পূর্বাহ্ণ

করোনায় আক্রান্ত ডাক্তার-নার্সদের জন্য শেখ রাসেল হাসপাতাল

রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও ইনস্টিটিউটকে করোনায় আক্রান্ত চিকিৎসকদের জন্য নির্দিষ্ট করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মাে. আমিনুল হাসান (হাসপাতাল ও ক্লিনিক নুহ) স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সারা বিশ্বের মতো বাংলাদেশেও কোভিড-১৯ রােগের প্রাদুর্ভাব চলছে। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারীগণ এ ক্ষেত্রে সম্মুখযােদ্ধা। ইতিমধ্যে অনেক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা প্রদানকারী আক্রান্ত হয়েছেন এবং অনেকেই মৃত্যুবরণ করেছেন।

কিন্তু চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দ্রুত রােগ শনাক্ত ও সুচিকিৎসার ব্যবস্থা না করতে পারলে কোভিড ও নন-কোভিড উভয় ধরনের রোগীর চিকিৎসা ব্যবস্থায় অপূরণীয় ক্ষতি হবে এবং চলমান চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হবে।

এমতাবস্থায় আপনার হাসপাতালাটিকে অগ্রাধিকার ডিত্তিতে কোভিড আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য ৩ বহিঃ এবং অন্তবিভাগীয় যাবতীয় স্বাস্থ্যসেবার ব্যবস্থা করার জন্য শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও ইনস্টিটিউটকে সুনির্দিষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৬:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com