প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস যে আঁধার সৃষ্টি করেছে আমাদেরকে তা ভেদ করে নতুন আলোতে বেরিয় আসতে হবে।
তিনি বলেন, এবার বাঙালির সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ উদযাপনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বৃহত্তর জনস্বার্থের কথা বিবেচনা করে। ঘরে বসেই আমরা নববর্ষ উদযাপন করবো। অতীতের গ্লানি কাটিয়ে আমরা সামনে এগিয়ে যাবে। করোনার আধার ভেদ করে আমাদের আলোতে বেরিয়ে আসতে হবে।
বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভাষণ সব টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com