চলমান করোনাযুদ্ধে জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরেক সদস্য। আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন এসআই (নিরস্ত্র) মো. একরামুল ইসলাম (৪৫)। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত ছিলেন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (৬ জুন) মারা যান তিনি।
একরামুলের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কাঁঠালিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১৮ জন সদস্য করোনাকালে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন দিয়েছেন।
বাংলাদেশ সময়: ৭:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com