নড়াইলে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামের সৈয়দ আশরাফ আলীর চেলে সৈয়দ সুজনকে করোনামুক্ত ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
করোনাভাইরাস শনাক্তের পর দীর্ঘদিন বাড়িতে চিকিৎসা নেয়ার পর তিনবারের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় তাকে করোনামুক্ত ঘোষণা করা হয় এবং ওই এলাকার লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন।
তিনি বলেন, গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে করোনার উপসর্গ নিয়ে লোহাগড়া উপজেলার নিজ বাড়িতে আসেন সৈয়দ সুজন। পরে ৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে করোনাভাইরাস পজিটিভ আসলে পারছাতরা গ্রামসহ পার্শ্ববর্তী ৪টি গ্রামকে লকডাউন করা হয়। এর পর ১৮,১৯ ও ২০ এপ্রিল পুনরায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে তিনবারই করোনাভাইরাস নেগেটিভ এসেছে। এ কারণে তাকে করোনামুক্ত ঘোষণা করে তার বাড়ি থেকে লকডাউন তুলে নেয়া হয়েছে।
নড়াইলে এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এক হাজার ১শ’ জনকে এবং ছাড়পত্র দেয়া হয়েছে ৫৪৪ জনকে। নড়াইলে আর কোনও করোনা আক্
বাংলাদেশ সময়: ৭:২১ পূর্বাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com