চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ গ্রামে সাফিন (১৪) নামের এক স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
নিহত উপজেলা প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও ওই গ্রামের খলিলুর রহমানের পুত্র।
গতকাল শুক্রবার বিকালে প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু ঘটনাটি ঘটে।
প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের বিদোৎসাহী সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে সাফিন বিদ্যালয়ের মাঠে খেলতে গেলে, তাদের বল শ্রেণিকক্ষের টিনের চাদের উপর পড়ে, বল আনতে গেলে বৈদ্যুতিক তারের সঙ্গে তার শরীর জড়িয়ে পড়লে ছিটকে নিচে পড়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় সাফিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১০:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ জুন ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com