চাঁদপুরে কচুয়ায় অযথা ঘোরাফেরা করায় বিভিন্ন এলাকা থেকে ১২ জন কিশোরকে আটক করেছে পুলিশ। কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধ অভিযানে সন্দেহভাজনদের আটক করা হয়।
৩ মার্চ বুধবার সন্ধ্যায় বিভিন্ন এলাকায় অযথা ঘোরাফেরা করায় ওসি মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে তাদের আটক করা হয়।
ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধ করতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় কচুয়া পৌরসভার পলাশপুর, কোয়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ১২ জন সন্দেহভাজন কিশোরকে আটক করা হয়েছে।
ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ৭:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ মার্চ ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com