বলিউড অভিনেত্রী বিপাশা বসুর মা হওয়ার গুজব চলছে কিছুদিন ধরে। তবে অভিনেত্রী ভক্তদের সেই আশা নিভিয়ে দিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, আমার মা হওয়া নিয়ে অসংখ্য মানুষের আগ্রহ আছে, সেটা বেশ মিষ্টি ব্যাপার ঠিকই, কিন্তু সবাইকে হতাশ করে জানাচ্ছি আপাতত তেমন কোনও সম্ভাবনা নেই। এখনই সন্তান আনার কথা ভাবছি না আমরা।
তিনি বলেন, আমি এমনিতে মানুষ হিসেবে যথেষ্ট সোজাসাপটা। তেমন কোনো খুশির খবর হলে নিজেই সেটা শেয়ার করব।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে বিপাশা বলেন, আমার ওজন সামান্য একটু বেড়ে গেলে মোটা দেখায় লোকে প্রশ্ন করে অন্তঃসত্ত্বা কিনা!
বিপাশা বলেন, সময় এলে অবশ্যই মা হওয়ার খবর দেবো। তা নিয়ে এতবার প্রশ্ন করার কী আছে! অন্তঃসত্ত্বা কীনা জানতে চেয়ে বার বার প্রশ্নের মুখে পড়াটা খুব বিরক্তিকর বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ এপ্রিল করণ সিং গ্রোভারের সঙ্গে মালা বদল করেন বিপাশা। তার মতো বড় মাপের স্টার কীভাবে টেলি তারকার সঙ্গে ঘর বাঁধতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। যদিও সমস্ত সমালোচনায় পানি ঢেলে গত চার বছর ধরে করণের সঙ্গে ঘর করছেন তিনি।
বাংলাদেশ সময়: ৪:১০ অপরাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com