সংসদ সদস্যের স্বাক্ষর জাল করার মামলায় কুড়িগ্রামের রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক ও এনজিওকর্মী দিলরুবা বেগম ঝুমাকে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় বেশ কিছুদিন জামিনে ছিলেন তিনি। বৃহস্পতিবার (২১ অক্টোবর) নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের স্বাক্ষর জাল করার কারণে একটি মামলা করা হয়। পরে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন প্রভাষক দিলরুবা বেগম ঝুমা।
আদালত সূত্রে জানা গেছে, প্রভাষক দিলরুবা বেগম ঝুমা ছিন্নমুকুল বাংলাদেশের সহকারী পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন। সে সুবাদে কুড়িগ্রাম-২ আসনের এমপি এবং জেলা সমাজসেবা কর্মকর্তার স্বাক্ষর জাল করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাটি রুজু করা হয় (জিআর-১৯৫/২১)।
দিলরুবা বেগম ঝুমার বিরুদ্ধে বিভিন্ন পদ-পদবী ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। আর শিক্ষকতার পাশাপাশি অন্য কোন চাকরি করার বিধান নেই। তবুও তিনি দুই পদে চাকরি করেছেন।
দিলরুবা বেগম ঝুমা
একটি গোয়ান্দা সংস্থার এক কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, তার অবৈধ সম্পদ ও টাকার উৎস খোঁজা হচ্ছে।
বাংলাদেশ সময়: ৭:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com