ব্রেকিং নিউজ

x


এফসি একাউন্ট ছাড়া টাকা পাঠাতে পারবে না বিদেশি কর্মীরা

বুধবার, ২৪ জুন ২০২০ | ৭:৩৩ পূর্বাহ্ণ

এফসি একাউন্ট ছাড়া টাকা পাঠাতে পারবে না বিদেশি কর্মীরা

 

বাংলাদেশে যেসব বিদেশি কর্মরত রয়েছেন তাদের মাসিক আয়ের সর্বোচ্চ ৭৫ শতাংশ নিজ দেশে পাঠাতে পার‌বেন। ত‌বে এই টাকা অবশ্যই এফসি অ্যাকাউন্টে (বৈদেশিক মুদ্রার হিসাব বা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট) পাঠাতে হ‌বে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

এতদিন কোন অ্যাকাউন্ট থেকে বি‌দে‌শি কর্মীরা নিজ দেশে টাকা পাঠাবে তার সুনির্দিষ্ট দিকনির্দেশনা ছিল না। বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে যেসব বিদেশি কর্মী কাজ করেন তাদের উপার্জিত টাকাগুলো এই দেশের এফসি অ্যাকাউন্ট থেকে তাদের দেশের এফসি অ্যাকাউন্টে পাঠাতে হবে। তবে এক মাসে মোট উপার্জনের ৭৫ শতাংশের বেশি অর্থ পাঠাতে পারবেন না কেউ।

বাংলাদেশের এডি শাখাগুলো (যেখানে বৈদেশিক লেনেদেন সম্পন্ন হয়) তাদের এফসি অ্যাকাউন্টের বিপরীতে ডেবিট অথবা প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে। এই ডেবিট কার্ডের টাকা দিয়ে ভ্রমণ সম্পর্কিত ব্যয় করতে পারবেন বিদেশিরা। তাদের অ্যাকাউন্টে গচ্ছিত ও টিকিট কেনার জন্য খরচের টাকাগুলো বাংলাদেশের রেমিট্যান্স হিসেবে বিবেচিত হবে। এবং যে টাকা তারা নিজ দেশে পাঠাবে সেগুলো আউট ওয়ার্ড রেমিট্যান্স হিসেবে বিবেচিত হবে।

বাংলাদেশ সময়: ৭:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com