পবিত্র মাহে রমজানের প্রথম দিন হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডে রাহমাতুল্লিল আলামিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর এতিমদের নিয়ে সরকারি নির্দেশনা ও সামাজিক দূরত্ব বজায় রেখে এতিম শিশুদের সাথে ইফতার করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন।
মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন প্রতি বছরের ন্যায় এ বছরও এতিম শিশুদের সাথে প্রথম ইফতার করলেন এবং মহামারি করোনাভাইরাস থেকে দেশবাসি মুক্তি পাওয়ার জন্যে দোয়া করা হয়। তিনি বিগত ৪০ বছর যাবৎ এ ভাবে ইফতার করে আসছেন এতিমদের সাথে।
এসময় মাদ্রাসার উদ্দেশ্যে মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন বলেন, আমি ও আমার পরিবার এতিম শিশুদের খুবই ভালবাসি। এতিমের দুঃখ আমি কিছুটা হলেও বুঝি। তাই তিনি প্রতি বছর প্রথম রমজানে এতিম শিশুদের নিয়ে ইফতার করতেন। আল্লাহ এতিমদের খুবই ভালবাসেন এবং এতিমের দোয়া কবুল করেন। পরে রাহমাতুল্লিল আলামিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এতিমদের সাথে ইফতারে অংশ নেন।
বাংলাদেশ সময়: ২:৩১ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com