মহামারি করোনা ভাইরাসে রাশিয়ায় একদিনে রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে। আবার একইদিনে দেশটিতে রেকর্ড ১২ হাজারের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৬ মে) রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ১৭৪ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। ফলে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮০৭ জন।
রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার ৩৪২ জনে, যা দেশ হিসেবে তৃতীয় সর্বোচ্চ। আক্রান্তের তালিকায় রাশিয়ার ওপরে এখন আছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।
রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯১৫ জন। এই সময়ে রেকর্ড ১২ হাজার ৩৩১ মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন বলেও জানানো হয়েছে।
রাশিয়ার অধিকাংশ জায়গায় লকডাউন শিথিল করে আনা হয়েছে। তবে এপিসেন্টার মস্কোতে মে মাসের শেষ পর্যন্তই লকডাউন বহাল রাখা হয়েছে।
সোমবার (২৫ মে) ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপস্থিত হতে দেখা গেছে। গত কয়েক সপ্তাহ ধরে মস্কোর নিজ বাসভবন থেকে দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ৭:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মে ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com