ব্রেকিং নিউজ

x


উরুগুয়ের জালে ব্রাজিলের চার গোল

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ | ১০:১৯ পূর্বাহ্ণ

উরুগুয়ের জালে ব্রাজিলের চার গোল

 

ব্রাজিলের হয়ে প্রথম গোলটিই করেন নেইমার। ছবি: সংগৃহীত

এক ম্যাচ ড্রয়ের পর আবার জয়ের ধারায় ফিরলো লাতিন আমেরিকান জায়ান্ট ব্রাজিল। তিতের ব্রাজিল উরুগুয়েকে হারিয়েছে ৪-১ গোলে। জোড়া গোল করেছেন রাফিনহা।

ঘরের মাঠে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় সেলেসাওরা। দারুণ ফিনিশিংয়ে স্কোরশিটে নাম তোলেন নেইমার। মিনিট আটেকের মাথায় রাফিনহার গোলে ব্যবধান ২-০ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিরতির পর নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাফিনহা। ৭৭ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান কমায় উরুগুয়ে। শেষ দিকে গ্যাব্রিয়েল বারবোসার গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের। এই জয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করলো কোচ তিতের দল।

বাংলাদেশ সময়: ১০:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com