দিনাজপুরের ফুলবাড়ির স্বেচ্ছায় রক্তদানকারীদের ফেসবুক ভিত্তিক প্লাটফর্ম “ফুলবাড়ি ব্লাড ব্যাংক” এর উদ্যোগে রবিবার (১৮ই অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মশিউর রহমান সঙ্গে “ফুলবাড়ি ব্লাড ব্যাংক” টিম মেম্বারর্স নিয়ে সৌজন্য সাক্ষাৎ মত বিনিময় করেন।
এসময় ডাঃ মশিউর রহমান বলেন, স্বেচ্ছায় ব্লাড ডোনেট প্লাটফর্ম “ফুলবাড়ি ব্লাড ব্যাংক” ফেসবুক গ্রুপের উত্তোরত্তর সাফল্য কামনা করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও রক্ত দানের উপকারিতা সম্পর্কেও মতবিনিময়ে আলোকপাত করেন।
পরিশেষে তিনি, ব্লাড বাংকের এডমিন/মডারেটরদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেন। তিনি এই ব্লাড ব্যাংক এর সকল রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি কে সাধুবাদ জানান এবং সর্বদা ফুলবাড়ী ব্লাড ব্যাংক পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
ফুলবাড়ি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে ডাঃ মশিউর রহমান কে উপহার সরূপ ব্লাড ব্যাংক এর লগোযুক্ত টি-শার্ট দেয়া হয়।
এছাড়াও কর্মসূচী হিসেবে মানুষের লক্ষনার্থে ব্লাড বাংকের স্টিকার বিতরণ ও সকল হসপিটাল/ক্লিনিক এর দেওয়ালে স্টিকার লাগানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, “ফুলবাড়ী ব্লাড ব্যাংকে” এর এডমিন/মডারেটর প্যানেল রবিন মাহমুদ,নুর ইসলাম,নাঈম ইসলাম,পারভেজ,শাপলা,লিমন ইসলাম,রাহুল,মেডিকেল অফিসার, নার্স সহ স্থানীয় নেতৃত্ব ব্যক্তিবর্গ প্রমূখ।
বাংলাদেশ সময়: ৯:২১ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com