বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। অভিযোগ আছে, দিনে ঘুমান আর রাতে রাণী হন নানা বিত্তবানের। সোশ্যাল মিডিয়ায় উজি অস্ত্রহাতে তার একটি ছবি ভাইরাল হয়েছে। সিআইডির তিনদিন রিমান্ড শেষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পিয়াসা অত্যাধুনিক সেই অস্ত্রটির বিষয়ে মুখ খুলেছেন।
অস্ত্রটি নিজের নয় বলে দাবি করেছেন পিয়াসা। তিনি জানান, অস্ত্রটি ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনিরের। তার অফিসে বসেই অস্ত্রহাতে ছবিটি তুলেছিলেন বলে জানিয়েছেন পিয়াসা। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তিনদিনের রিমান্ড শেষে আজ (১৯ আগস্ট) ফারিয়া মাহাবুব পিয়াসাকে আদালতে প্রেরণ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তিনি তার জবানবন্দির একটি অংশে উল্লেখ করেন, অস্ত্রহাতে তার একটি ছবি ভাইরাল হয়। অস্ত্রটি ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির তার অফিসে প্রদর্শন করে। তিনি ওই সময় সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি অস্ত্রটি হাতে নিলে সেই ছবিই ভাইরাল হয়। তার ধারণা ছবিটি তার শ্বশুর ভাইরাল করেছেন।’
বাংলাদেশ সময়: ৭:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ আগস্ট ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com