ব্রেকিং নিউজ

x


ঈদের দিনে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির আভাস

বুধবার, ১২ মে ২০২১ | ৮:৩২ পূর্বাহ্ণ

ঈদের দিনে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির আভাস

 

সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী বৃহস্পতিবার (১৩ মে) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হলে বাংলাদেশে আগামী শুক্রবার (১৪ মে) অনুষ্ঠিত হতে পারে যা নির্ভর করছে চাঁদ উঠার ওপরে। তবে আগামী কয়েক দিন ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন সারা দেশে তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে। আসন্ন ঈদ-উল-ফিতরের দিনও বৃষ্টির সম্ভাবনা আছে। ঈদের দিনে দেশের কোথাও থাকবে রোদ, কোথাও থাকবে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুর রহমান জানান, বর্তমানে আবহাওয়ার যে অবস্থা এতে ১২ মে পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। ১৩ মে এই প্রবণতা কমবে। ১৪ মে থেকে থেমে থেমে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হবে। ১৫ মে’র দিকে আরো কমে যাবে।

বাংলাদেশ সময়: ৮:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মে ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com