গাজীপুরে এক ইলেকট্রিক মিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ তাকে চোর আখ্যা দিয়ে গণপিটুনির নাটক সাজানো হয় । এ ঘটনায় দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনা তদন্তে কাজ শুরু করেছে তারা।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাড়ি ফেরার সময়, দুর্বৃত্তরা পিটিয়ে রাস্তায় ফেলে যায় রতন ইসলাম নামে এই ইলেকট্রিক মিস্ত্রিকে।
পরে ওই হত্যাকারীরাই কৌশলে এলাকায় অপপ্রচার চালায় চোর সন্দেহে গণপিটুনির। স্বজনদের দাবি মৃত্যুর আগে হত্যাকারীদের নামও বলে গেছেন তিনি।
শনিবার সকালে নগরীর বরুদা এলাকার স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে রতনকে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।
এদিকে পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে পুলিশ বলছে, তদন্তের স্বার্থে সবকিছু বলা যাচ্ছে না এখনই।
সদর মেট্টোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভূইয়া বলেন, মামলা দায়ের করার পরেই আমরা তদন্তটা শুরু করতে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ৭:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com