‘আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা’ গানটির মূল সুর ঠিক রেখে নতুন করে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন শিল্পী ইমরান মাহমুদুল। ইতোমধ্যে এই গানটির ভিডিও নির্মাণ কাজ শুরু হয়েছে। ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন মারিয়া ননী।
সিলেটে গানটির শুটিং চলছে। গানের ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এবিষয়ে ইমরান বলেন, অনেক অনুষ্ঠানে অনেকবার এটি গেয়েছি। এবার নিজে কণ্ঠ দিতে পেরে ভালো লাগছে।
জানা গেছে, বাংলা সিনেমা ‘প্রতিদান’র এই গানটি রিমেক করেছেন ইমরান নিজেই। নজরুল ইসলাম বাবুর লেখা এ গানের সুর ও সংগীত শেখ সাদী খানের। অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ভিডিওটি।
বাংলাদেশ সময়: ৮:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com