প্রায় একবছর আগের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় পরিবারের কথিত সম্মান রক্ষার্থে (অনার কিলিং) দুই কিশোরীকে গুলি করে হত্যা করা হয়েছে পাকিস্তানে।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াজিরিস্তানের দুর্গম এক এলাকায় বৃহস্পতিবার বিকেলে এমন ঘটনা ঘটেছে।
বিবিসির প্রতিবেদন জানা যায়, ‘পুলিশ বলছে, পাকিস্তানের ওয়াজিরিস্তানের একটি দুর্গম এলাকায় এক যুবকের সাথে দুই কিশোরীর মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন দেখতে পান।
শাস্তি স্বরূপ এক বছর আগের পুরনো ভিডিও দেখে বৃহস্পতিবার পরিবারের দুই কিশোরীকে গুলি করে হত্যা করে পরিবারেরই এক সদস্য।
মারা যাওয়া কিশোরীদের একজনের বয়স ছিল ১৬ এবং আরেকজনের ১৮।
পাকিস্তানের দৈনিক ডন পত্রিকা বলছে, ভিডিওতে দেখা গেছে এক যুবক ভিডিওটি ধারণ করছিলেন, যেখানে তিনটি মেয়ে উপস্থিত ছিলো এবং জায়গাটি ছিল নির্জন।
তবে খোঁজ নিয়ে জানা গেছে অন্তত এক বছর আগের ভিডিও এটি, সম্প্রতি এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানের একজন পুলিশ অফিসার বলেন, এখন আমাদের দায়িত্ব তৃতীয় মেয়েটি ও যুবকের প্রাণ বাঁচানো।
পাকিস্তানে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, দেশটিতে নারী ও মেয়েদের ওপর সহিংসতা একটা ভয়াবহ সমস্যা। প্রতি বছর এক হাজারের বেশি অনার কিলিং হয় দেশটিতে।
বাংলাদেশ সময়: ৩:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com