নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ৯ অনুসারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আবারও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার প্রত্যাহার চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কদেরকে উদ্দেশ্য করে বলেন, প্রশাসনের ছত্রছায়ায় আমার ছেলেদেরকে গুলি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (এএসপি) সামিম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিকে প্রত্যাহার করতে হবে।
অন্যথায় সব কিছু দায়দায়িত্ব আপনাকেই (ওবায়দুল কাদের) বহন করতে হবে।
শনিবার (২৯ মে) রাত ৯টায় সহযোগী স্বপন মাহমুদের ফেসবুক থেকে লাইভে এসে কাদের মির্জা এ আলটিমেটাম দেন।
র আগে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিপক্ষের গুলিতে তার ৯ জন অনুসারী গুলিবিদ্ধ হন। কাদের মির্জা আরও বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে বলেন আমি যেভাবে বলবো সেভাবে হবে, তাদেরকে (প্রতিপক্ষ) বলেন তারা যেভাবে বলবে সেভাবে হবে। আসলে তিনি কি চান? আমি বলেছিলাম চিকিৎসার জন্য আমেরিকায় যাবো, এখন আর যাবো না।
জনগনকে সঙ্গে নিয়ে আপনার (ওবায়দুল কাদের) বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তুলবো। আমিও এর শেষ দেখে ছাড়বো।
তিনি বলেন, নোয়াখালীর অপরাজনীতির হোতা একরামসহ ভূমিদস্যু, তদবীরবাজ, মাদক সম্রাটদের সঙ্গে আমাকে মিলাতে চান? এদের সঙ্গে কিসের ঐক্য? আমি মাদকের সঙ্গে যুক্ত ১০ জনকে পদ থেকে সরিয়ে দিয়েছি। এদেরকে নিয়ে আপনি রাজনীতি করতে চান? আপনার রাজনীতি আপনি করেন।
বাংলাদেশ সময়: ৭:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ মে ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com