অব্যাহতি প্রাপ্ত ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ নিয়ে চলমান মামলায় উচ্চ আদালতের আদেশ অবমাননা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর না নিয়েই নীলফামারীর মীরগঞ্জহাট ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার ১ কোটি টাকা ছাড় করিয়েছেন সোনালী ব্যাংক মীরগঞ্জহাট শাখার ব্যবস্থাপক মনছার আলী।
ইউএনওর স্বাক্ষর ছাড়াই কোটি টাকা ছাড় করালেন ব্যাংক ম্যানেজার!
কলেজের সাবেক সভাপতি শিক্ষাবিদ খয়রাত হোসেনের মেয়াদ ১১ মাস থাকাকালীন জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন সভাপতি হিসাবে মনোনয়ন দেয় আবুল কালাম আজাদ নামে অপর ব্যক্তিকে। তিনি সভাপতি হওয়ার পর অধ্যক্ষ আবুজার রহমানকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে হিসাবে প্রভাষক মিজানুর রহমানকে দায়িত্ব দেন।
সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান উভয়ের স্বাক্ষরে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা দেয়ার আদেশ চেয়ে উচ্চ আদালতে রিট করেন। আদালত আদেশ দিলে তার বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করে সাবেক অধ্যক্ষ আবুজার রহমান। আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের গভর্নিং কমিটির সভাপতির স্বাক্ষরে শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা দেয়ার নির্দেশ দেয়।
উচ্চ আদালতের আদেশ সম্পর্কে অবগত করা হলেও সোনালী ব্যাংক মীরগঞ্জ হাট শাখার ব্যবস্থাপক মনছার আলী তা মানেননি বলে অভিযোগ সাবেক অধ্যক্ষ আবুজার রহমানের।
তিনি বলেন, মন্ত্রণালয় ও অধিদফতরের সব নিয়ম নীতি ও বিধি পালন করে অধ্যক্ষ হিসেবে আমার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবুও সাবেক সভাপতির মেয়াদ থাকাকালে অবৈধভাবে হওয়া সভাপতি আবুল কালাম আজাদ একজন প্রভাষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। প্রভাষক মিজানুর রহমান ও সভাপতি আবুল কালাম আজদের স্বাক্ষরে বেতন ভাতা উত্তোলনের আদেশ নিয়ে আসলে আমি তা চেম্বার আদালতের নজরে আনি। আদালত ইউএনও ও সভাপতির স্বাক্ষরে বেতন ভাতা দেয়ার নির্দেশ দেয়। কিন্তু ব্যাংক ম্যানেজার তা জানা স্বত্বেও ইউএনওর স্বাক্ষর ছাড়াই বেতন-ভাতা ছাড় দিয়েছেন।
সোনালী ব্যাংক মীরগঞ্জ হাট শাখার ব্যবস্থাপক মনছার আলী জানান, আমি আইনের মানুষ নই, আইন কম বুঝি। আমি ইউএনও মহোদয়ের স্বাক্ষর চেয়েছি তিনি দেননি। পরে আমাদের প্রতিষ্ঠানের আইনজীবীর মতামত নিয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার ১ কোটি টাকা ছাড় দিয়েছি। কিছু হলে সেটা আইনজীবী বুঝবে। আইনজীবীর মতামত দেখানো সম্ভব নয়, এটা গোপনীয় ব্যাপার।
বেতন প্রদানে স্বাক্ষর নেয়া হয়েছে কি না জানতে চাইলে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ময়নুল ইসলাম জানান, এই বিষয়ে আমাকে কেউ জানায়নি। আমি জানি না। তবে ওই প্রতিষ্ঠানে নতুন কমিটি গঠনে অনিয়ম হয়েছে মর্মে অভিযোগ পেয়েছি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক মিজানুর রহমান জানায়, আমাদের বেতন ভাতা বন্ধ ১৩ মাস থেকে কোন সাংবাদিক এক লাইন লিখে না। আর আজ বেতন দিল সেটা অনিয়ম হয়েছে। আপনাদের সঙ্গে কোন কথাই নাই।
গত ২৭ মার্চ আবুল কালাম আজাদকে সভাপতি করে ১১ সদস্যের কমিটি অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই কমিটি গঠনে সভা আহ্বান, ভোটার তালিকা প্রস্তুত না করা, প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ ছাড়াই ও তফসিল ঘোষণা না করে নতুন কমিটি করা হয়েছে মর্মে জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেছে ব্যবস্থাপনা কমিটির সাবেক ৫ সদস্য। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আগামী ৩ মে তারিখে শুনানির জন্য ধার্য করেন।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়া কলেজটিতে সর্বশেষ বিএ (পাশ) কার্যক্রম চালু হয় ২০১০ সালে। বর্তমানে এই কলেজে মোট ৮৫০ জন শিক্ষার্থী রয়েছেন।
বাংলাদেশ সময়: ৬:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com