ব্রেকিং নিউজ

x


আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রা.) মসজিদের সাবেক ইমাম মুফতি আবদুর ররের দাফন সম্পন্ন

শুক্রবার, ২৬ জুন ২০২০ | ১০:১১ অপরাহ্ণ

আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রা.) মসজিদের সাবেক ইমাম মুফতি আবদুর ররের দাফন সম্পন্ন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ হযরত মাদ্দাহ্ খাঁ (রহ.) জামে মসজিদের সাবেক খতিব ও পেশ ইমাম এবং শাহরাস্তি নয়নপুর গাউছিয়া দরবার শরীফের পীর মুফতি আবদুর রব আল কাদেরী মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া….রাজেউন)।
বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি শাহরাস্তি উপজেলার নয়নপুর গ্রামের মরহুম আফতাব উদ্দিন মাষ্টারের ছেলে।

আজ ২৬ জুন শুক্রবার বাদ আছর মরহুম মুফতি আবদুর রব আল কাদেরীর জানাযা শাহরাস্তি নয়নপুর গাউছিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে।

জানাযার নামাজ পড়ান, মুফতি আবদুর রব আল কাদেরীর বড় ছেলে মাওলানা আমিমুল এসহান তৈয়ব। জানাযার পর সংক্ষিপ্ত দোয়া করেন, ঘনিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা হাফেজ জুনায়েদুল হক, এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বদরপুর দরবার শরীফের পীর সাহেব আল্লামা আবু সুফিয়ান খান আল আবেদী,  সাদ্রা দরবার শরীফের পীর সাহেব আল্লামা জাকারিয়া মাদানী,  বাংলাদেমর ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ আবু জাফর মো. মানুদ্দিন, শাহরাস্তি মেহের উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির হোসেন, হাজীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়তের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুর রাহিমসহ বিভিন্ন দরবার শরিফের পীরসহ আহলে সুন্নাতওয়াল জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

জানাযার নামাজের পূর্বে মুফতি আবদুর রব আল কাদেরীর বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন,  তাঁর ছেলে আলীগঞ্জ হযরত মাদ্দাহ্ খাঁ (রহ.) জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি ফজলুল কাদের বাগদাদী।

উল্লেখ্য, মুফতি আবদুর রব আল কাদেরী দীর্ঘদিন আলীগঞ্জ হযরত মাদ্দাহ্ খাঁ (রহ.) জামে মসজিদে খতিব ও পেশ ইমাম ছিলেন। তিনি দ্বীনি সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতসহ ইসলামী রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১০:১১ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com