ব্রেকিং নিউজ

x


আর্জেন্টিনার বিশাল জয় : মেসি

মঙ্গলবার, ২৯ জুন ২০২১ | ৮:২৫ পূর্বাহ্ণ

আর্জেন্টিনার বিশাল জয় : মেসি

রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। আর কোপা আমেরিকায় বিশাল জয় পেয়েছে আর্জেন্টিনা।
স্থানীয় সময় সোমবার রাতে (বাংলাদেশ সময় মঙ্গলবার) বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে ৪-১ গোলে জিতেছে আর্জেন্টিনা।
মেসি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড ভেঙেছেন। আজকের ম্যাচে তিনি দুটি গোল নিজে করেছেন। আরেকটিতে সহযোগিতা করেছেন। আর এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোল করার রেকর্ডটি গড়েছেন। তিনি ১৪৮তম ম্যাচে গোল করেছেন ৭৫তম।

এ দিন ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডান দিক থেকে মেসির দারুণ ফ্রি কিকে লাফিয়ে বল জালে জড়িয়ে এগিয়ে নেন গোমেজ। এর ৪২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন স্বয়ং মেসি। দলের তৃতীয় গোলটিও করেন মেসি। বিরতি পর্যন্ত আর্জেন্টিনা এগিয়ে ছিল ৩-০ গোলে।

বিরতির পর খেলার ৬০ মিনিটের মাথায় আর্জেন্টিনা জালে বল জড়িয়ে একটি গোল শোধ করে বলিভিয়া।

 

বাংলাদেশ সময়: ৮:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com