ব্রেকিং নিউজ

x


আরেক ভয়ংকর ভাইরাসে ৫০০ ঘোড়ার মৃত্যু, মানবদেহে ছড়ানোর শঙ্কা

রবিবার, ২৪ মে ২০২০ | ৯:০৪ পূর্বাহ্ণ

আরেক ভয়ংকর ভাইরাসে ৫০০ ঘোড়ার মৃত্যু, মানবদেহে ছড়ানোর শঙ্কা

 

থাইল্যান্ডের একটি ঘোড়ার খামারে কয়েক দিনের মধ্যে একে একে ১৮টি ঘোড়ার মৃত্যু হয়েছে। ধারণা করা হয়েছিল, ঘোড়াগুলো করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। কিন্তু ঘোড়ার রোগ নির্ণয়ের জন্য পরীক্ষার পর দেখা গেছে করোনা নয়, অন্য এক অজানা ভাইরাসে মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার (২৩ মে) এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, অজানা ভাইরাসটি মানুষের মধ্যেও সংক্রমিত হয়ে মৃত্যুর কারণ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১০০ মাইল দূরের ওই খামারটিতে ৯ দিনে ১৮টি ঘোড়া মারা যায়।

খামারটির মালিক নোপাদল সারোপালা জানান, কীভাবে ঘোড়াগুলো মারা যাচ্ছিল কোনো কারণই ধরতে পারেননি তারা।

এদিকে ফেব্রুয়ারি থেকে সংক্রমিত হতে থাকা ভাইরাসটিতে যুক্তরাজ্যে ৫০০ এরও বেশি ঘোড়া মারা গেছে।

বাংলাদেশ সময়: ৯:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com