মহামারি করোনায় ক্ষতি পুষিয়ে উঠতে ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা কর্মীদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এয়ারবাস কর্তৃপক্ষ।
ইউরোপের শীর্ষ এই বিমান নির্মাতা সংস্থাটির ১ লাখ ৩০ হাজার কর্মীকে লেখা এক চিঠিতে, প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হবে উল্লেখ করেছেন এয়ারবাসের মূখ্য নির্বাহী গিলিয়ামো ফাউরি।
১১ সেপ্টেম্বর এয়ারবাসের ব্যবসায়িক পর্যালোচনা করে প্রতিষ্ঠানের কর্মীদের লেখা ওই চিঠিতে কতজন কর্মীকে ছাঁটাই করা হবে, তা চিঠিতে উল্লেখ করেননি তিনি।
এর আগে, গেল জুলাইয়ে করোনা সংকটের কারণে বিশ্বব্যাপী প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানায় এয়ারবাস। যার মধ্যে, জার্মানি ও ফ্রান্সেই ১০ হাজার কর্মী কমানো হবে বলে জানানো হয়। এক বছরের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানায় বিমান নির্মাতা সংস্থাটি।
করোনা মহামারির কারণে এয়ারবাস বছরের প্রথম চার মাসে প্রায় ৫০ কোটি ইউরো ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ আগের বছরের প্রথমদিকে ৪০ মিলিয়ন ইউরো মুনাফা করেছিল প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ১:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com