আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম ৫ শতাংশ হারে বাড়িয়েছে ঢাকা ওয়াসা, যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। গতকাল সোমবার (২৫ মে) ওয়াসার বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে অংশ নেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। ওয়াসায় যেকোনো সিদ্ধান্তে তার অবস্থানই প্রাধান্য পায়।
তাকসিম এ খান গত মাস এপ্রিলে তিন মাসের ছুটিতে যুক্তরাষ্ট্রে যান। সেখানে থেকে তিনি ওয়াসার নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে ফোন ও অনলাইনে তদারকি করছেন।
ওয়াসা সূত্র জানিয়েছে, দাম বাড়ানোর পর আবাসিক গ্রাহকদের প্রতি ১ হাজার লিটার পানির দাম দাঁড়াবে ১৫ টাকা ১৮ পয়সা। বর্তমানে ১ হাজার লিটার পানির দাম ১৪ টাকা ৪৬ পয়সা করে দিতে হচ্ছে।
অন্যদিকে নতুন দাম কার্যকর হলে বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে প্রতি এক হাজার লিটার পানির দাম দিতে হবে ৪২ টাকা। যা আগে দিতে হত ৪০ টাকা।
পানির দাম বাড়ানোর এ প্রস্তাব গত মার্চ মাসে দিয়েছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। পরে অবশ্য করোনাকালে পানির দাম বাড়ানো নিয়ে সমালোচনার তোপে এ সিদ্ধান্ত থেকে সরে আসে ঢাকা ওয়াসা।
করোনার শুরুর দিকে গত বছরের এপ্রিলেও এক দফা পানির দাম বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। সে সময় প্রতি ইউনিটে দাম বাড়ানো হয়েছিল ২ টাকা ৮৯ পয়সা। এরই ধারাবাহিকতায় বর্তমানে যখন করোনা ফের খারাপ রূপ ধারণ করছে, সেসময়ে এসে সোমবারের বোর্ড সভায় ফের পানির দাম বাড়িয়ে দিল ওয়াসা।
বাংলাদেশ সময়: ২:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com