ব্রেকিং নিউজ

x


আমি সমস্ত আমেরিকানদের প্রেসিডেন্ট হব

রবিবার, ০৮ নভেম্বর ২০২০ | ৬:২৩ পূর্বাহ্ণ

আমি সমস্ত আমেরিকানদের প্রেসিডেন্ট হব

 

ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর জো বাইডেন বলেছেন, আমি সমস্ত আমেরিকানদের প্রেসিডেন্ট হব।

সিএনএন-এর খবরে বলা হয়েছে, পেনসিলভানিয়ায় পপুলার ভোটে জয় পেয়েছেন বাইডেন। এই অঙ্গরাজ্যের ২০টি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার মধ্য দিয়ে তিনি ম্যাজিক ফিগার ২৭০ ছাড়িয়ে গেছেন।

নির্বাচনে বিজয়ের পর এক টুইটবার্তায় বাইডেন লিখেছেন, ‘আমেরিকা… আমি সম্মানিত বোধ করছি যে, মহান দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে বেছে নিয়েছেন। আমাদের সামনের কাজ হয়ত কঠিন হবে। কিন্তু আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি সমস্ত আমেরিকানদের প্রেসিডেন্ট হব- আপনি আমার পক্ষে ভোট দিয়েছেন কিংবা দেননি। আমার মাঝে যে বিশ্বাস রেখেছিলেন আমি তা রক্ষা করব।

জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ৬:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com