চাঁদপুরের শাহরাস্তিতে বৈদ্যুতিক শর্টসার্কিটে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খেড়িহর মধ্যবাজারে ১৮ নভেম্বর বুধবার মধ্যরাত বৈদ্যুতিক শর্ট সার্কিটে দোকানে আগুন লেগে যায়। ওই সময় ঐ বাজারের দোকানদার মোহাম্মদ সালেহ আহমেদ কুমিল্লা থেকে রাত ১টার দিকে খেড়িহর বাজার দিয়ে বাড়িতে যাওয়ার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখে।
পরে বাজারের দোকানদারকে ফোনে যোগাযোগ করলে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নিবানোর নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিস ডিফেন্স লোকজন উপস্থিত হওয়ার আগে স্থানীয় লোকজন আগুন নিবানোর চেষ্টা চালায় ততক্ষণে ৪টি দোকান সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।
দোকান গুলো হলো হাফেজ আহমেদের জুতা দোকান, আবদুল মালেকের কসমেটিক ও মিনি মুদি দোকান, শাহেব উদ্দিনের ফল ও বিভিন্ন মালামাল দোকান এবং আবুল কালামের রিক্সার পার্টস এর দোকানসহ মোট ৪টি দোকান পুড়ে ছাই হয়।
স্থানীয় এলাকাবাসী জানায় ৪টি দোকানে প্রায় ১১ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য ঘটনা স্থান পরিদর্শন পরিদর্শন করেন এবং তাদেরকে সান্ত্বনা দেন।
প্রতিবেদকঃমো.জামাল হোসেন,১৮ নভেম্বর ২০২০
বাংলাদেশ সময়: ৭:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com