আরও একবার দর্শক মাতাতে চলে এলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার প্রকাশ পেলো তার গাওয়া তৃতীয় গান ‘হাবিবি’। আগের দুইটি গানের মতো এই গানের মডেল তিনি নিজেই। রোববার (০৭ নভেম্বর) দুপুরে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।
‘হাবিবি’ গানের কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। সাড়ে তিন মিনিটের এই গানের ভিডিওতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন ফারিয়া। গানের সাথে দুর্দান্ত নাচ দিয়েও নজর কেড়েছেন তিনি।
এর আগে, ২০১৮ সালে ‘পটাকা’ এবং এর ২ বছর পর ‘আমি চাই থাকতে’ শিরোনামের গান ও নাচ নিয়ে হাজির হয়েছিলেন এই তারকা। ইউটিউবে প্রথম গানটি ৮২ লাখবার আরেকটি ১ কোটি ৭০ লাখবার দেখা হয়েছে।
বর্তমানে নুসরাত ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন তিনি।
বাংলাদেশ সময়: ৭:২০ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ নভেম্বর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com