ব্রেকিং নিউজ

x


অপপ্রচারকারীদের বিরুদ্ধে হাজীগঞ্জে ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিয়াজীর সংবাদ সম্মেলন

সোমবার, ০৮ মার্চ ২০২১ | ৬:৫৮ অপরাহ্ণ

অপপ্রচারকারীদের বিরুদ্ধে হাজীগঞ্জে ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিয়াজীর সংবাদ সম্মেলন

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কবির হোসেন মিয়াজীর সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বিকালে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তথ্য দিয়ে বিভিন্ন মিডিয়ায় একই সংবাদ পরিবেশন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই সংবাদ সম্মেলন করেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, গত ২০১৬ সালের ইউপি নির্বাচনের হলফনামায় আমার সম্পদের যে তথ্য দিয়েছি, সেই তথ্যগুলো দিয়েই গত ৫ বছরে দুর্নীতি করে ওইসব সম্পদ অর্জন করেছি বলে একটি কুচক্রি মহল অপপ্রচার করছে। আগামী কয়েক মাসের মধ্যেই হাজীগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন চেয়ারম্যানের বিরুদ্ধে একটি চক্র মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করার ষড়যন্ত্র মূলক কর্মকান্ডে লিপ্ত রয়েছে।

২০০৪ সালে আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। সর্বশেষ ২০১৯ সালে কাউন্সিলের মাধ্যমে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে দলের দায়িত্ব পালন করে আসছি।

১৯৯৪ সালে ব্যবসা শুরু করি। ২০০১ সালে সিটি কর্পোরেশনের অনুমোদিত দুইটি ঘর বরাদ্দ পাই। ২০০৭ সালে যাত্রাবাড়ী বড় বাজারে ভাড়া হিসেবে ছয়টি দোকান বরাদ্দ নিয়ে ব্যবসা করে জনসেবায় নিয়োজিত আছি।

ঢাকার কাজলায় কোন সম্পত্তি নেই। প্রমাণ দিতে পারলে সেই সম্পত্তির অর্ধেক তাকে দেওয়া হবে। করলার টয়োটা গাড়ি সম্পর্কে যে তথ্য এসেছে, ওই গাড়িটি মূলত আমার নয়, সেটি আমার বড় মেয়ের জামাতার। অনেক পূর্বে ক্রয় করা, সরকারি সকল কাগজপত্রে তা প্রমাণ রয়েছে। সেই জামাত একজন ব্যবসায়ী।

যাত্রাবাড়ীতে আমার কোন প্লাট নেই। তার প্রমাণ দিলে তাকে ফেরত দেওয়া হবে। মূলত সেখানে আমার একটি ছয়তলা বাড়ি রয়েছে। যাহা ২০১৬ সালের নির্বাচনী হলফনামায় উল্লেখ রয়েছে। আমার সহধর্মিনীসহ ২০১৬ সালে আমরা হজ্বে যাই। ২০১৫ সালে হজের টাকা জমা দিয়েছি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা। একটি বড় দলের প্রতীক নৌকা। এই নৌকা যাকে দেয়া হবে, আমি তার সাথেই কাজ করবো। যেই চক্রটি দলের মধ্যে বিবেদ সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে, তারা আচমকা আওয়ামীলীগ করে জনগণের সেবা করতে চায়। ৫/৬ বছর দলের সহযোগী অঙ্গসংগঠনের সাথে জড়িত হয়েই নৌকার মনোনয়ন পেতে চান অনেকেই। নৌকা পেতে হলে ত্যাগী, দলের একনিষ্ট ও পরিশ্রমী একজন বঙ্গবন্ধুর সৈনিক হতে হবে।

সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহিনউদ্দিন আল আজাদ। ওইসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তাহের, মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারাসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ।

বাংলাদেশ সময়: ৬:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com