করোনাভাইরাসে সৃষ্ট দুর্যোগ গ্রাস করে ফেলছে পৃথিবীকে। এরিমধ্যে কর্মহীন হয়ে পড়েছে কোটি মানুষ। চোখ রাঙাচ্ছে খাদ্যের অভাব।
নিন্ম আয়ের দেশগুলোর মতো উচ্চ আয়ের দেশগুলোও বিপদে পড়ছে ধীরে ধীরে। করোনা পরবর্তীকাল নিয়ে বিশ্ব খাদ্য সংস্থা এরিমধ্যে সতর্ক বার্তায় জানিয়ে দিয়েছে, অন্তত তিন কোটি মানুষ অনাহারেই মারা যেতে পারে।
‘অর্থনীতির এমন অবস্থা চলমান থাকলে বিশ্বের অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে।’
চীনের উহান প্রদেশ থেকে শুরু হয়ে এপর্যন্ত ২১০টি দেশে করোনা আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত ২ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ। মৃত্যু বরণ করেছে ১ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ।
এমন অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে, করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। এতে বিশ্বের প্রবৃদ্ধি তিন শতাংশ হারিয়ে যেতে পারে।
বাংলাদেশ সময়: ৭:১২ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com