ব্রেকিং নিউজ

x


অনলাইনে ম’দ কিনতে গিয়ে প্র’তার’ণার শিকার শাবানা আজমি

শুক্রবার, ২৫ জুন ২০২১ | ৭:১৯ পূর্বাহ্ণ

অনলাইনে ম’দ কিনতে গিয়ে প্র’তার’ণার শিকার শাবানা আজমি

 

বলিউডের খ্যাতিমান অভিনেত্রী শাবানা আজমি প্রতারণার শিকার হলেন। অনলাইনে মদ কিনতে গিয়ে এই প্রতারণার শিকার হন তিনি।

বৃহস্পতিবার (২৪ জুন) এক টুইটে ‘লিভিং লিকুইডজ’ নামে একটি অনলাইন অ্যালকোহল ডেলিভারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ করেন শাবানা আজমি।

এই অভিনেত্রী লিখেছেন—‘সাবধান! আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। অর্ডার করার সময় সব বিল পরিশোধ করেছি। কিন্তু আমার কাছে জিনিস এসে পৌঁছায়নি। বারবার ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন ধরেনি।’

এদিকে যে অ‌্যাকাউন্টে বিল পরিশোধ করেছেন, তার বিস্তারিত তথ‌্যও টুইটে উল্লেখ করেন শাবানা আজমি।

বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ‌্যায় আরেক টুইটে শাবানা আজমি জানান, ওই প্রতিষ্ঠানের মালিকের সন্ধান পেয়েছেন তিনি। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন‌্য মুম্বাই পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিটের দৃষ্টিআকর্ষণ করেছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ৭:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ জুন ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com